চীনের সীমানা পেরিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। ভাইরাসটি ইতোমধ্যে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের মতো করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্কটল্যান্ডেও চলছে লকডাউন। আর এই লকডাউন অমান্য করায় দেশটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ক্যাথরিন ক্যাল্ডারউড পদত্যাগ করেছেন ।
রবিবার পদত্যাগের ঘোষণা তিনি বলেন, ‘যে উপদেশগুলো আমি অন্যদের দিচ্ছি অথচ সেগুলো আমি নিজেই মানি না। আমি এর জন্য ভীষণ দুঃখিত।’
এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন বলেন, ‘করোনা মোকাবিলায় দেশে জনসচেতনতা সৃষ্টির ভূমিকায় ক্যাল্ডারউডকে আর রাখা হবে না। কারণ তিনি লকডাউনের নিয়ম ভেঙে ছুটি কাটাতে এক ঘণ্টার পথ পাড়ি দিয়ে রাজধানী এডিনবার্গ থেকে আর্লসফেরিতে যান। পরে তার সেই ছবিগুলো স্কটিশ সান পত্রিকায় প্রকাশিত হয়।’
এই নিয়ম ভাঙার জন্য সতর্কবার্তা পাঠিয়েছে সে দেশের পুলিশ। তবে পুলিশ এবং জাতীয় স্বাস্থ্য সংস্থার (এনএইচএস) সহকর্মীদের কাছেও ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ