কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জনের শরীরের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠানো হয়েছে। এ নিয়ে মোট ১৬ জনের নমুনা আইইডিসিআর-এ পরীক্ষাধীন রয়েছে।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান আজ সোমবার এ কথা জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জ সদর উপজেলার ১ জন ও নিকলী থেকে ১ জনের শরীরের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। এর আগে পাঠানো ৬ জনের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ২৭ জনকে। আর একই সময়ে হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৫০ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার