করোনাভাইরাস বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী এখন পর্যন্ত ১৫ লাখ ১৯ হাজার ৪৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে মারা গেছেন ৮৮ হাজার ৫৪৩ জন। এছাড়াও এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৩ লাখ ৩০ হাজার ৮৯০ জন।
বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সারাবিশ্বের মতো জাপানেও দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ।
বুধবার দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছে ৫০৩ জন। এখন পর্যন্ত এটাই জাপানে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যাও ৫ হাজার ছাড়িয়েছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। ফলে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী টোকিওতেই রয়েছেন ১৪৪ জন। এ নিয়ে শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৯ জন। করোনা মোকাবেলায় টোকিও, ওসাকাসহ সাতটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন