৯ এপ্রিল, ২০২০ ১৮:৩৫

ভালো আছেন শেরপুরে করোনা আক্রান্ত দুই নারী

শেরপুর প্রতিনিধি:

ভালো আছেন শেরপুরে করোনা আক্রান্ত দুই নারী

গত রবিবার শেরপুরে দুই নারীর শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে একজন সরকারি হাসপাতালের কর্মচারি, অপরজন গৃহবধূ। ওই রাতেই আক্রান্ত দুই নারীকে রাখা হয় শেরপুর সদর হাসপাতালের আইসোলেশনে। আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত ওই দুই নারীই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ক একেএম আনওয়ারুল রউফ।

আক্রান্ত রোগীদের সেবা দেওয়া ডাক্তারদের সাথে কথা বলে জানা গেছে, আক্রান্তরা অনেকটা সুস্থ। আক্রান্ত সরকারি কর্মচারির শরীরে জ্বর-ঠান্ডা-হাচি-কাঁশি শ্বাসকষ্ট কিছুই নেই। তিনি আজ (বৃহস্পতিবার) রোজা রেখেছেন। অপর গৃহবধূর শরীরে সামান্য জ্বর আছে, তবে অন্য কোন সমস্যা নেই। দুজনেই ঠিকমত ঘুমাচ্ছেন, খেতে পারছেন। 

সবার কাছে দোয়া চেয়ে মুঠোফোনে আক্রান্ত ওই দুই নারী জানান, তারা ভালো আছেন। আগে যে সমস্যাগুলো হতো তা আর আগের মতো নেই। 

এদিকে আজ দুপুরে ওই দুই নারীর শরীরে করোনার ভাইরাস কি পর্যায়ে আছে  তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে হাসপাতাল কতৃপক্ষ। এই রিপোর্ট আসলেই প্রকৃত অবস্থা জানা যাবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।    

 
বিডি প্রতিদিন/হিমেল

সর্বশেষ খবর