করোনাভাইরাস (কোভিড-১৯) পজিটিভ শনাক্ত হওয়া পাবনার যুবককে (৩২) ঢাকায় পাঠানো হয়েছে। শুক্রবার দুপুরে চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের বামনগ্রামের নিজ বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ওই রোগীসহ স্বাস্থ্য বিভাগের একটি দল। বৃহস্পতিবার রাতে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শুয়াইবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনাক্ত হওয়া যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর বিষয়টি ঢাকায় আইইডিসিআরকে জানানো হয়। সেখান থেকে নির্দেশনা পাওয়ার পর স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, আক্রান্ত যুবককে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হবে। এছাড়া তার সংস্পর্শে আসা পরিবারের ১৩ জন সদস্যের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আক্রান্ত যুবক জানান, গত ৭ এপ্রিল তিনি নারায়নগঞ্জ থেকে পালিয়ে চাটমোহরে বামনগ্রামে নিজ বাড়িতে আসেন। নারায়নগঞ্জে তিনি যে বাড়িতে ছিলেন সেখানে এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বাড়িতে আসার পর তিনি এ তথ্য গোপন করে শ্বশুরবাড়িসহ বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। পরে লোকমুখে বিষয়টি জানতে পেরে সন্দেহভাজন হিসেবে ১৪ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পরীক্ষার জন্য পাঠান স্বাস্থ্য বিভাগের কর্মীরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর তার পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। পরে রাত ১১টার দিকে পুরো চাটমোহর উপজেলাকে লকডাউন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা প্রতিরোধ সেলের সভাপতি সরকার মোহাম্মদ রায়হান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম