ব্রিটেনে শনিবার ২৮২ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত ২৯৫৯ জন

ব্রিটেনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা আবারো কমেছে, কমেছে আক্রান্তের সংখ্যাও। দেশটিতে শনিবার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর আগে শুক্রবার মৃত্যুর সংখ্যা ছিল ৩৫১ জন, বৃহস্পতিবার ছিল ৩৩৮ জন আর বুধবার ছিল ৩৬৩। মোট মৃতের সংখ্যা ৩৬ হাজার ৬৭৫ জন।
এদিকে ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ার জানিয়েছে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৯৫৯ জন। শুক্রবার ছিল ৩২৮৭ জন, বৃহস্পতিবার ছিল ২৬১৫, বুধবার ছিল ২৪৭২ জন। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ১৫৪ জন।
বিবিসি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছে ১৭৫ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছে ১৬ জন, ওয়েলসে ৬ জন এবং উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করেছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যা। ডিপার্টমেন্ট অব হেলথ এন্ড স্যোশাল কেয়ারের দেয়া হিসেবই সরকারি ভাবে গ্রহণযোগ্য হয়ে থাকে।বিডি প্রতিদিন/এ মজুমদার
আপনার মন্তব্য
পরবর্তী খবর