২৫ মে, ২০২০ ১৫:০৭

দেশে করোনাভাইরাসে মৃত্যু ৫০০ ছাড়াল

অনলাইন প্রতিবেদক

দেশে করোনাভাইরাসে মৃত্যু ৫০০ ছাড়াল

ঈদের দিনেও দেশে ১ হাজার ৯৭৫ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৮৫ জনে। এছাড়া গেল ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জন মারা গেছেন বলেও জানিয়েছে সংস্থাটি। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০১ জনে। 

আজ সোমবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। তিনি আরও বলেন, দেশের ৪৮টি ল্যাবে গেল ২৪ ঘণ্টায় মোট ১১ হাজার ৫৪১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই সময়ের মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১টি। নতুন করে ৪৩৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৭ হাজার ৩৩৪ জন।

উল্লেখ্য, মোট মৃত্যুর সংখ্যা পাঁচশো ছাড়াল এমন দিনে যখন দেশে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদের আয়োজন ভিন্ন। নিষেধাজ্ঞা আসে কোলাকুলি করার ক্ষেত্রেও। ঈদ হলেও সব ধরণের স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর