২৮ মে, ২০২০ ১৪:৫১

প্রথমবারের মতো দেশে একদিনে করোনা শনাক্তের সংখ্যা ছাড়াল দুই হাজার

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো দেশে একদিনে করোনা শনাক্তের সংখ্যা ছাড়াল দুই হাজার

প্রতীকী ছবি

প্রথমবারের মতো দেশে একদিনে করোনা শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। আজ শনাক্ত হয়েছেন দুই হাজার ২৯ জন। ফলে মোট শনাক্তের সংখ্যা হয়েছে ৪০ হাজার ৩২১।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ৪৯টি ল্যাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২৬৭টি। পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৩১০টি। গত ২৪ ঘণ্টা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৯ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৪০ হাজার ৩২১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫০০ জন। মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৪২৫ জন। এ পর্যন্ত মোট ৫৫৯ জনের মৃত্যু হয়েছে।

 চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস এখন গোটা বিশ্বে তাণ্ডব চালাচ্ছে। এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ১৭ হাজারেরও বেশি মানুষ।

মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার প্রায়। তবে সাড়ে ২৩ লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ।

বিডি প্রতিদিন/আরাফাত

সর্বশেষ খবর