বিচ্ছিন্ন দ্বীপ জেলা ভোলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপন হতে যাচ্ছে। বৃহস্পতিবার ল্যাব ভোলায় এসে পৌছানোর কথা রয়েছে। জনবল পাওয়া সাপেক্ষে অতি দ্রুত ভোলা সদর হাসপাতালে স্থাপিত এই ল্যাব চালু হবে। তখন আর করোনা পরীক্ষার জন্য ঢাকা কিংবা বরিশালে নমুনা পাঠানোর প্রয়োজন হবে না।
উল্লেখ্য, গত ১ মাস আগে ভোলা সদর হাসপাতালে সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু করা হয়েছিল। এখানে নমুনা সংগ্রহ করে ওই নমুনা ঢাকা কিংবা বরিশাল থেকে পরীক্ষা শেষে রিপোর্ট আসতে ৮ থেকে ১০ দিন সময় লাগে।
ভোলার সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালি জানান, বুধবার ১১৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে মাত্র ১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। বাকিদের রিপোর্ট ন্যাগেটিভ এসেছে। তিনি আরও জানান, বুধবার পর্যন্ত জেলায় মোট ৭৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৩ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ২ জন। এদিকে ভোলা জেলা থেকে ২ হাজার ৪৮০ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকা ও বরিশাল পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭৪৬ জনের নমুনা রির্পোট নেগেটিভ এসেছে। আর পজেটিভ এসেছে ৭৫ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার