করোনায় আক্রান্ত হয়ে সোনালী ব্যাংকের আরও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আতিকুর রহমান নামে ওই কর্মকর্তার মৃত্যু হয়।
এ নিয়ে রাষ্ট্রায়ত্ব ব্যাংকটির পাঁচজন কর্মকর্তা প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন।
বিষয়টি নিশ্চিত করে সোনালী ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জাকির হোসেন খান জানান, আতিকুল ইসলাম সর্বশেষ গত ২৮ মে অফিস করেছেন; এরপর থেকেই তিনি অসুস্থ। বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু এক সপ্তাহ আগে তার জ্বর শ্বাসকষ্ট বাড়তে থাকায় তিনি মুগদা হাসপাতালে ভর্তি হন। সোমবার বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন