জ্বর, সর্দিসহ করোনার উপসর্গ নিয়ে দিনাজপুর শহরের মন্টু সূত্রধর (৭৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। পরে স্বাস্থবিধি মেনে তার সৎকার করা হয়।
শুক্রবার দিবাগত মধ্যরাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মন্টু সূত্রধর দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার সতীশ সূত্রধরের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সেলের অর্গানাইজার আনোয়ার হোসেন জানান, মন্টু সূত্রধর বাড়িতে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ হলে গতকাল তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর শুক্রবার দিবাগত মধ্যরাতে হাসপাতালে তার মৃত্যু হয়। পরে কোয়ান্টাম ফাউন্ডেশন স্বাস্থ্যবিধি মেনে ধর্মীয় রীতি অনুযায়ী তার সৎকার করা হয়েছে।
কোয়ান্টাম ফাউন্ডেশন দিনাজপুর সদর ও বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যবিধি মেনে এ পর্যন্ত ২৭তম সৎকার সম্পন্ন করে। প্রতিটি সৎকার/দাফনে তাদের ১২ থেকে ১৫ হাজার টাকা খরচ হয়। দেশে করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশন। সবাইকে মানবিক সেবায় এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন