কুমিল্লার লাকসামে ২১টি নমুনার মধ্যে ১২টির রিপোর্ট পজিটিভ এসেছে। তাদের মধ্যে নতুন করে ৮ জনের করোনা শনাক্ত এবং দ্বিতীয় নমুনায় ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৪৩ জনে দাঁড়িয়েছে। ইতোমধ্যে এখানে ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে সর্বমোট ২১টি নমুনার রিপোর্ট আসে। তাদের মধ্যে ১২ জনের রিপোর্ট পজিটিভ ও বাকি ৯ জনের নেগেটিভ। আক্রান্তদের মধ্যে নতুন করে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি ৪ জনের দ্বিতীয় নমুনায় পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন পুরুষ ও ১ জন নারী। দ্বিতীয় নমুনায় পজিটিভ আসা ৩ জন পুরুষ ও ১ জন নারী। উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৩ জন।
লাকসাম উপজেলা স্বাস্থ্যবিভাগ গঠিত করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্য ডা. আবদুল হান্নান ও ডা. আলমগীর হোসেন জানান, উপজেলায় শনিবার পর্যন্ত ১৫০১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ১৪৮৯টি রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ৩৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১১২৯টি রিপোর্ট নেগেটিভ এসেছে। এখনো প্রক্রিয়াধীন রয়েছে ১২টি নমুনার রিপোর্ট। এখানে করোনায় মৃত্যুবরণ করেছেন সর্বমোট ৯ জন। ইতোমধ্যে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২০৯ জন। অন্য ১৩৫ জনকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দিয়ে আসছেন করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্যরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন