করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি।
নরসিংদীতে করোনায় আক্রান্ত হয়েছে মোট ১ হাজার ৬৯৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন সদর উপজেলায়, ১ হাজার ৩৬ জন।
স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, চলতি বছরের ৬ এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত এক ইমাম করোনায় আক্রান্ত হন। এ খবর ছড়িয়ে পড়ার পর পরই নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন ডাঙ্গা ইউনিয়নের ইসলামপাড়া এলাকার সব দোকান বন্ধ করে ইসলামপাড়া এলাকা লকডাউন করে দেয়। এরই মধ্যে বাড়তে থাকে করোনা আক্রান্তের সংখ্যা।
বিডি প্রতিদিন/ফারজানা