দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নবাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারসহ ২৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্ত ২৮ জনের মধ্যে দিনাজপুর সদরে ১১ জন, নবাবগঞ্জে নয়জন, বিরামপুরে ছয়জন, ফুলবাড়ীতে একজন ও বীরগঞ্জে একজন।
এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩৯২ জন। তবে গত ২৪ ঘন্টায় ২২ জন সুস্থ্যসহ জেলায় সুস্থ্য হলেন ৮৪৯ জন।
এদিকে জেলায় করোনায় আক্রান্ত ১৩৯২ জনের মধ্যে ৮৪৯ জন সুস্থ ও ৩১ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫১২ জন। এসব তথ্য নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
বিডি প্রতিদিন/আল আমীন