কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন করোনা ও উপসর্গ নিয়ে নারীসহ আরও পাঁচজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সবার মৃত্যু হয়। রবিবার কুমেক হাসপাতালের পরিচালক ডা.মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
কুমেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের আইসিইউ ইউনিটে দুইজন, আইসোলেশন ওয়ার্ডে একজন ও করোনা ওয়ার্ডে দুইজন মারা গেছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন, চাঁদপুরের শাহরাস্তির মোহাম্মদ উল্লাহ ছেলে আবদুল কাদের (৫৮) এবং কুমিল্লার চান্দিনার হারং এলাকার রওশন আলীর ছেলে আবদুল মমিন (৭০) ।
করোনার উপসর্গ জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন, কুমিল্লার বুড়িচংয়ের মৃত খন্দকার মোকলেসের স্ত্রী বেগম লুৎফর নাহার (৬২), একই উপজেলার ষোলনল এলাকার মৃত আলকাছের ছেলে আবু হানিফ (৫৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মাহবুবুর রহমানের স্ত্রী রাশেদা বেগম (৫৫)।
উল্লেখ্য, এপর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৬৬ জন।
বিডি প্রতিদিন/এ মজুমদার