চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট ৪১৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হলো। আর ১৫৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছে ৪ জন। এদিকে একদিনে রেকর্ড পরিমাণ করোনা শনাক্তের পর জেলাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, ঢাকা ও রাজশাহী’র পিসিআর ল্যাব থেকে চাঁপাইনবাবগঞ্জের আসা ৩২৫ জনের প্রতিবেদনের মধ্যে ৮৪ জনের দেহে করোনা পজেটিভ এবং ২৪১ জনের নেগেটিভ প্রতিবেদন আসে।তিনি আরো জানান, আক্রান্ত ব্যক্তিদের উপসর্গ না থাকায় গতকাল রবিবার সকাল থেকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইনের আইসোলেশনে চিকিৎসা দেয়া শুরু হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার