নাটোরের সিংড়ায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বগুড়ায় চিকিৎসাধীন মোহাম্মাদ সরদার (৬৮) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত মোহাম্মাদ সরদার সিংড়া উপজেলার কলম গ্রামের বাসিন্দা। সিড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে সিংড়ায় দুজনের করোনায় মৃত্যু হলো।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, বগুড়া থেকে আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মীরা এসে শনিবার সন্ধ্যায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্থানীয় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। এছাড়া মৃতের পরিবারকে হোম আইসলেশানে থাকতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার