২৭ জুলাই, ২০২০ ০৯:৫৫

ভারতে একদিনে রেকর্ড ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক

ভারতে একদিনে রেকর্ড ৫০ হাজার মানুষের করোনা শনাক্ত

ফাইল ছবি

করোনার সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হলেও বিশ্বজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ভারতে একদিনে রেকর্ড ৫০ হাজারের বেশি মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ সোমবার সকাল পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ লাখ ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, আক্রান্ত ও মৃতের তালিকায় তিন নম্বরে থাকা ভারতে মোট ১৪ লাখ ৩৬ হাজার ১৯ জন করোনাভাইরাসে হয়েছেন, মৃত্যু হয়েছে ৩২ হাজার ৮১২ জনের। বিপরীতে সুস্থ হয়েছেন ৯ লাখ ১৮ হাজার ৭৩৫ জন।

নতুন এই রোগটি থেকে গোটা পৃথিবীতে এখন পর্যন্ত সেরে উঠেছেন এক কোটি ৩৭ হাজার ৬৩৭ জন। বিপরীতে মারা গেছেন ৬ লাখ ৫১ হাজার ৬৭৪ জন। মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২০৪ জন।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর