দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯২৮ জনে। এর মধ্যে ১ হাজার ৩৩৩ জনেরই বয়স ৬০ এর বেশি। মৃত্যুর হার ১.৩১ শতাংশ। এছাড়া, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে ৫৪ জন।
রবিবার নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড -১৯ শনাক্ত হয়েছে ২ হাজার ২৭৫ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে দুই লাখ ২৩ হাজার ৪৫৩ জনে। সংক্রমণের হার ২২.৫৭ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, দেশে মোট সংক্রমণের হার এখন প্রায় ২০.০১ শতাংশ।
ড. নাসিমা জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১০ হাজার ৭৮ জনের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়।
এছাড়া, এক হাজার ৭৯২ জন রোগী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা এক লাখ ২৩ হাজার ৮৮২৷ সুস্থ হওয়ার হার প্রায় ৫৪.৪৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৬৬৮ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ৪০ জন পুরুষ এবং ১৪ জন নারী। ৪৮ জনের মৃত্যু হয়েছে হাসপাতালে, বাকিরা বাসাতেই মৃত্যুবরণ করেন।
ড.নাসিমা আরও জানান, মৃতদের মধ্যে ২১-৩০ বছর বয়সী ছিলেন একজন, ৩১-৪০ তিন জন, ৪১-৫০ এর মধ্যে বয়স ছিল ৮ জনের, ৫১-৬০ এর মধ্যে ১৫ জন, ৬১-৭০ এর মধ্যে ১৭ জন, ৭১-৮০ এর মধ্যে ৭ জন এবং ৮১-৯০ এর মধ্যে বয়স ছিল তিনজনের।
১৯ জন ঢাকা, ১০ জন চট্টগ্রাম, ৮ জন খুলনা, ৭ জন রাজশাহী, ৬ জন সিলেট, ৩ জন রংপুর ও একজন বরিশাল বিভাগের অধিবাসী।
বিডি প্রতিদিন/কালাম