দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যুসহ ৪৫জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৩৭জনে। আক্রান্তের হার শতকরা ৩১। তবে গত ২৪ ঘণ্টায় ৩৮জন সুস্থসহ জেলায় সুস্থ হয়েছেন ৮৮৭জন।
আক্রান্ত ৪৫জনের মধ্যে দিনাজপুর সদরে ২১ জন, ফুলবাড়ীতে ৭, বিরামপুরে ১১, বিরলে ১, নবাবগঞ্জে ৩ ও বোচাগঞ্জে ২জন।
এদিকে, জেলায় করোনায় আক্রান্ত ১৪৩৭জনের মধ্যে ৮৮৭জন সুস্থ ও ৩৩জনের মৃত্যু হওয়ায় বর্তমানে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৫১৭জন।
বর্তমানে হোম আইসোলেশনে ৪৮৬জন, প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ২জন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯জন। এইসব নিশ্চিত করেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ।
সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুছ জানান, করোনায় দিনাজপুর সদরের দলিলুর রহমান (৭০) ২৬ জুলাই রাতে এবং ফুলবাড়ীর বদরুদ্দীন আনসারী (৬৫) ২৫ জুলাই দিবাগত রাতে মারা যায়। গত ২৬ জুলাই রাতে তাদের নমুনায় করোনা পজিটিভ আসে। এরআগে তাদের নমুনা নেওয়া হয়। এ পর্যন্ত জেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্য সহকারীসহ স্বাস্থ্যবিভাগের ৭৩জন করোনায় আক্রান্ত হয়েছে এবং একজন চিকিৎসক মারা গেছেন।
তিনি আরও জানান, রবিবার দিবাগত রাতে প্রাপ্ত তথ্যমতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ১৪২ জনের নমুনার ফলাফলের মধ্যে নতুন ৪৫ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ। আর ১টি ফলোআপ পজিটিভ এবং বাকি ৯৬টি নেগেটিভ এসেছে।
বিডি প্রতিদিন/কালাম