১ অক্টোবর, ২০২০ ২২:০৪

করোনায় বিএসএমএমইউ চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় বিএসএমএমইউ চিকিৎসকের মৃত্যু

ডা. মুহাম্মদ হোসেন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ হোসেন (৫৬) (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করা ডা. মুহাম্মদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষা ও শিক্ষকতা জীবনে গবেষণাধর্মী ১৯টি প্রকাশনা রয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. মুহাম্মদ হোসেনের মৃত্যুতে শোক জানানোর পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এর তথ্য মতে, দেশে করোনাভাইরাসে এ পর্যন্ত ১১৫ জন চিকিৎসক মারা গেছেন। এর মধ্যে ১০৪ জন করোনা সংক্রমণ এবং ১১ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর