করোনাকালে আমেরিকানদের নেশা করার প্রবণতা বেড়েছে ১৪ শতাংশ। প্রাপ্ত বয়স্করাও একইভাবে অধিক মদ পান করছেন। স্বাস্থ্য বিষয়ক জার্নাল ‘জামা নেটওয়ার্ক’ প্রকাশ করেছে এ তথ্য।
৫ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী নারীর মধ্যেই অধিক পরিলক্ষিত হচ্ছে নেশা করার। সে হার ১৭ শতাংশ। আর যাদের বয়স ৩০ থেকে ৫৯ বছরের মধ্যে তারা আরো এগিয়ে ১৯ শতাংশ এ উঠেছেন নেশার ক্ষেত্রে। র্যান্ড কর্প নামক একটি গবেষণা সংস্থা এই জরিপ চালায় ৩০ থেকে ৮০ বছর বয়েসী ১৫৪০ আমেরিকানের ওপর। এ জরিপ চালানো হয় গত বছরের একই সময়ের সাথে তুলনা করতে। নেশার পর দুর্ঘটনার ক্ষেত্রেও নারীরাই এগিয়ে রয়েছেন।
মোট দুর্ঘটনার ৪০ শতাংশ এর জন্যেই দায়ী নারী নেশাগ্রস্তরা। নেশার প্রবণতা কেন বেড়েছে সে বিষয়ে গবেষণা না চালালেও স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, করোনা মহামারিতে গৃহবন্দিত্ব বরণ করায় অনেকে সময় কাটাতে নেশা করাকে প্রাধান্য দিচ্ছেন। কেউ কেউ নানাবিধ সমস্যা থেকে বিষন্নতায় আক্রান্ত হয়ে নেশার মাধ্যমে দিনাতিপাতকে শ্রেয় মনে করছেন।
চিকিৎসা বিজ্ঞানীরা মনে করেন সুস্থ একজন প্রাপ্ত বয়স্ক দৈনিক গড়ে দুই প্যাক ড্রিঙ্ক করলে তেমন সমস্যা হয় না। নারীর ক্ষেত্রে এ পরিমাণ এক প্যাক। কিন্তু প্রতিদিন ড্রিঙ্ক’র পরিমাণ যে হারে বাড়ছে তা সকলেরই স্বাস্থ্যের জন্যে বড় ধরনের হুমকি হয়ে পড়বে একসময়। অত্যধিক নেশার কারণে অনেকে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। হারিয়ে ফেলছেন মানসিক ভারসাম্য। তাই সময় থাকতেই সকলকে সাবধান করা হয়েছে এই জরিপের মধ্যদিয়ে।
বিডি প্রতিদিন/হিমেল