শিরোনাম
২৪ অক্টোবর, ২০২০ ১৫:৩৩

ফেব্রুয়ারি নাগাদ যুক্তরাষ্ট্রে ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে!

অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারি নাগাদ যুক্তরাষ্ট্রে ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে!

করোনাভাইরাসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রের সকল নাগরিক মাস্ক না পরলে আগামী ফেব্রুয়ারি নাগাদ দেশটিতে পাঁচ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটন ইন্সটিটিউট ফর হেলথ মেট্রিক্স এন্ড ইভালুয়েশনের(আইএইচএমই) একটি গবেষণায় এমন শঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

গবেষণায় বলা হয়, শীত মৌসুমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঘরে থাকতে হবে। যদি পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকে তাহলে সেখানে সহজেই করোনার সংক্রমণ হতে পারে।

এ নিয়ে আইএচএমই'র পরিচালক এবং গবেষক দলের সদস্য ক্রিস মারে বলেন, প্রচুর পরিমাণ করোনা রোগী বাড়ার শঙ্কা নিয়ে আমরা শরৎ বা শীতের দিকে আগাচ্ছি।

এদিকে যুক্তরাষ্ট্রে ফের করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। গত একদিনে দেশটিতে রেকর্ড ৮৪ হাজার ২১৮ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে এটি একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের সংখ্যা ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর