মাইক্রোসফট জানিয়েছে, করোনা ভ্যাকসিন ও চিকিৎসার তথ্য জানার জন্যে সাতটি বড় কোম্পানিকে লক্ষ্য করে সাইবার হামলা করেছিল উত্তর কোরিয়া ও রাশিয়ার হ্যাকাররা। তবে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এমন তথ্য প্রকাশ্যে আসার পর ভ্যাকসিন তৈরির সব লাবরেটরি বাড়তি সতর্কতা নিয়েছে।
হায়দরাবাদের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় বিশেষ সাইবার সিকিউরিটি বসানো হয়েছে। অক্সফোর্ড ও অ্যাস্ট্রজেনেকার সঙ্গে চুক্তি করে ভারতে অক্সফোর্ডের ফর্মুলায় ডিএনএ ভ্যাকসিন তৈরি করছে সেরাম ইনস্টিটিউট।
ট্রায়াল চলাকালীনই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার ভ্যাকসিন ‘নোভাভ্যাক্সে’র ৪ কোটি ডোজ বানিয়ে ফেলেছেন বলে জানিয়েছিল সেরাম ইনস্টিটিউট। এবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪ কোটি নয়, ডিসেম্বর মাসের মধ্যেই করোনা ভ্যাকসিনের ১০ কোটি ডোজ তৈরি হয়ে যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা