যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ১ কোটি ৭৬ লাখ ছাড়িয়েছে। এখনো করোনা নিয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ১ লাখ ১৪ হাজার ২০০ এর বেশি মানুষ। কভিড ট্র্যাকিং প্রজেক্ট এ তথ্য জানিয়েছে। টানা ১২ দিন থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। খবর সিএনএনের।
যুক্তরাষ্ট্রে করোনার টিকা প্রদান কর্মসূচি শুরু হয়ে গেছে। এর মধ্যেই প্রতিদিন নতুন করে করোনা সংক্রমণ ও মৃত্যুর রেকর্ড হচ্ছে দেশটিতে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ অধিদফতর (এফডিএ) ফাইজারের টিকা প্রয়োগের অনুমোদন দেয়। শীঘ্রই তারা মর্ডানার টিকার অনুমোদন দেবে বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা