বরগুনায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ জনে।
আজ সোমবার জেলার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহিম নামের ওই করোনা আক্রান্ত ব্যক্তি মারা যান। তার বাড়ি বরগুনার সদর ইউনিয়নের ঢলুয়া গ্রামে।
বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে করোনা ইউনিটে ১ জন চিকিৎসাধীন রয়েছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এখনও জেলায় মোট করোনায় আক্রান্ত ব্যক্তি রয়েছেন ১২ জন।
বিডি প্রতিদিন/আবু জাফর