করোনাভাইরাসের নমুনা পরীক্ষার সুবিধা বাড়াতে কাশ্মীরে অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজে একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি জম্মু ও কাশ্মীর প্রশাসন এটি উদ্বোধন করে। ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে ব্যাপক আকারে করোনা পরীক্ষা করার জন্য এই ল্যাব নতুন করে স্থাপন করা হয়েছে।
অনন্তনাগের সরকারি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজির সহকারী অধ্যাপক ডা. শাজিয়া বেনজির বলেছেন, অনন্তনাগের একটি মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। এটি করোনা মহামারিতে ব্যাপক কাজে লাগছে।
ডা. শাজিয়া বেনজির বলেছেন, করোনা সঙ্কটের কারণে সম্প্রতি একটি মলিকুলার বায়োলজি ল্যাব উদ্বোধন করা হয়েছে। এর আগে দক্ষিণ কাশ্মীরের করোনাভাইরাস সম্পর্কিত নমুনা পরীক্ষার জন্য শ্রীনগরে ডেটা প্রেরণ করতাম। এ কারণে আমরা জরুরি ভিত্তিতে এই ল্যাবটি তৈরি করেছি। এই ল্যাবে করোনা পরীক্ষা করা হয়।
ডা. শাজিয়া বেনজির আরো বলেন, এখন আমরা দক্ষিণ কাশ্মীরের যেমন-কুলগাম, শপিয়ান এবং পুলওয়ামার সকল নমুনা পাওয়ার জন্য যোগাযোগ করছি। সকল নমুনা এখানে আরটি-পিসিআর পরীক্ষার জন্য আনা হয়। আমরা সাধারণত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফলাফল দিয়ে থাকি। এখন স্থানীয়রা দ্রুত পরীক্ষার সুবিধা পায়। এর আগে নমুনা পাঠানো হতো শ্রীনগরে।
ল্যাবটির ইনচার্জ সহযোগী অধ্যাপক ড. রুবেনা হাকাক বলেছেন, শ্রীনগরে যে পরীক্ষা করতে হতো সেই পরীক্ষা এখানে করা যেতে পারে। আমরা প্রায় চারটি জেলা থেকে নমুনা সরবরাহ করি। এই পরীক্ষাটি অত্যন্ত প্রয়োজনীয়।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, জম্মু ও কাশ্মীরে বর্তমানে তিন হাজার ১৬ জন করোনায় আক্রান্ত রয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন