বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা গেছেন। তারা হলেন বগুড়া জেলার শিবগন্জ উপজেলার জুলফিকার আলী (৮০) ও নওগাঁ জেলার মহাদেবপুর থানার দোস্তল (৭০)।
এর আগে গত শনিবার করোনায় মারা যান ৪ জন। এ নিয়ে গত ২দিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘন্টায় ৯৯টি নমুনা পরীক্ষা করে নতুন করে ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদরের ১৮ জন এবং সোনাতলার ১ জন। এসময় সুস্থ হয়েছেন ২৮ জন। এ ছাড়া জেলায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৮ জন এবং সরকারি হিসেবে মারা গেছেন ২৩০ জন।
বিডি প্রতিদিন/আল আমীন