বিশ্বজুড়ে নতুন করে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। প্রাণঘাতী এই ভাইরাসের তাণ্ডব রুখতে লকডাউন দীর্ঘায়িত করছে জার্মানি। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল ও দেশটির ১৬ রাজ্যের প্রধানমন্ত্রীরা মঙ্গলবার এ লক্ষ্যে বৈঠকে বসছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, তারা ১০ জানুয়ারির পরও বর্তমান আংশিক লকডাউন জারি রাখতে চান।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্পান সোমবার বলেছেন, সংক্রমণ হার এখনও অনেক বেশি। নিষেধাজ্ঞা আরো বাড়ানো প্রয়োজন হবে।
এদিকে দেশটিতে ২৬ ডিসেম্বর টিকা কার্যক্রম শুরু হয়েছে। এ পর্যন্ত দুই লাখ ৬৪ হাজারেরও বেশি লোককে টিকা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ