করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক তাহমিনা আকতার। তবে দুজনেরই কোনো উপসর্গ না থাকায় বর্তমানে কাট্টলীর নিজ বাসায় আইসোলেশনে আছেন তারা।
খোরশেদ আলম সুজন চট্টগ্রাম জেলা করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।
জানা যায়, কয়েকদিন আগে চসিক প্রশাসক সুজনের সামান্য জ্বর হয়। চিকিৎসকের পরামর্শে গত মঙ্গলবার পরীক্ষার জন্য নমুনা দেন জেনারেল হাসপাতালের ল্যাবে। গত বুধবার সন্ধ্যায় রির্পোট পজেটিভ আসে। একই সাথে উনার স্ত্রীও পজেটিভ। এখন দু'জনই শারীরিকভাবে সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন। তবে নমুনা দেওয়ার পরও তিনি গত দুইদিন ধরে দাপ্তরিক কাজ করেছেন।
চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, ‘প্রশাসক মহোদয় ও উনার স্ত্রী দুজনেই করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তাদের কোনো উপসর্গ নেই। তাই তারা এখন বাসায় আইসোলেশনে আছেন।’
এদিকে বৃহস্পতিবার বিকেলে নিজ ফেসবুক পেইজে খোরশেদ আলম সুজন লিখেছেন, ‘প্রিয় নগরবাসী, আসসালামু আলাইকুম, পরম করুণাময় আল্লাহর ইচ্ছায় আমি এবং আমার স্ত্রী দুইজনেরই করোনা পজিটিভ। বর্তমানে আমরা চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে আছি। গত বুধবার সন্ধ্যায় করোনা পরীক্ষায় পজিটিভ ফলাফল এলেও আমরা দুজনই বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছি। নগরবাসীর প্রতি অনুরোধ থাকবে আপনারা উদ্বিগ্ন হবেন না, উৎকণ্ঠিত হবেন না। মহান আল্লাহর দরবারে আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে পুনরায় নগরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি। আমাদের সকলের সহযোগিতায় আমরা যেন এ শহরকে একটি নান্দনিক শহরে রূপান্তরিত করতে পারি। মহান আল্লাহ তা’লা আমাদের সকলের সহায় হোন। আমিন।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন