করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশি আমেরিকান প্রকৌশলী ড. আবুল কে. জুবায়ের রানা (৬১)। যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ড স্টেটের ওয়ারউইকে কেন্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
জামালপুর জেলার সরিষাবাড়ির সন্তান জুবায়ের ১৯৮৪ সালে বুয়েট থেকে গোল্ড মেডেলসহ প্রথম শ্রেণিতে প্রথম হন। উচ্চতর ডিগ্রি শেষে ১৯৮৯ সালে স্থাপত্য প্রকৌশলে ডক্টরেট করেন তিনি। ফেডারেল গভর্নমেন্টের চাকরি নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। দুই কন্যা ও স্ত্রী নিয়ে দীর্ঘদিন থেকেই মেধাবি এই প্রবাসী বাস করছিলেন রোড আইল্যান্ডে।
একইদিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা গেছে সাব্বির আহমেদ (৬৩) এবং সাদিকুর রহমান চৌধুরী (৮১) নামক কমিউনিটির দুই সংগঠক। তারা উভয়েই সিলেটের বিশ্বনাথের সন্তান ছিলেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে সহস্রাধিক প্রবাসী বাংলাদেশি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/ফারজানা