ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আগামী ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন আসবে। এর দুইদিন পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়ার হাউস থেকে তা দেশের বিভিন্ন জেলায় পাঠানো হবে।
আজ বিকালে স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে করোনার ভ্যাকসিন বিষয়ে এক ব্রিফিংয়ে অধিদফতরের মহাপরিচালক প্রফেসর এবিএম খুরশিদ আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ২৫ নয়, প্রয়োগ করা হবে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন। প্রথম লটের টিকা ২৭ তারিখের মধ্যে জেলা পর্যায়ে পৌঁছাবে। আর ফেব্রুয়ারির শুরুতে টিকা পাবে দেশের মানুষ।
বিডি প্রতিদিন/আরাফাত