করোনাভাইরাস এবার দ্বীপ দেশ মাইক্রোনেশিয়াতেও থাবা বসাল। এতদিন সেখানে করোনার অস্তিত্ব না থাকলেও গত সোমবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসটি শনাক্ত হয়েছে।
মাইক্রোনেশিয়ার প্রেসিডেন্ট ডেভিড প্যানুয়েলো করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে দেশটির এক লাখ অধিবাসীকে সতর্ক করে তিনি বলেন, এই পরিস্থিতিতে সব নাগরিককে শান্ত থাকতে হবে।
প্যানুয়েলো জানিয়েছেন, আক্রান্ত ওই ব্যক্তি সরকারি জাহাজ ‘চিফ মাইলো’তেই নাবিক হিসেবে কর্মরত। মেরামতের জন্য ওই জাহাজটিকে ফিলিপাইনে পাঠানো হয়েছে।
তিনি ও তার সহকর্মীরা ওই জাহাজে কোয়ারেন্টিনে আছেন। সার্বক্ষণিক নজরদারিতে আছেন তারা। আপাতত স্কুল-কলেজ, গির্জা, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা থাকবে।
গত মাসে করোনা পৌঁছায় অ্যান্টার্কটিকা মহাদেশে। সেখানে চিলির একটি গবেষণা সংস্থায় সংক্রমণ ছড়ায়। অ্যান্টার্কটিকার একদম উত্তর সীমায় একটি বরফের পাহাড়ের ওপরে অবস্থান এই গবেষণাকেন্দ্রের। পৃথিবীর এক প্রান্তে থাকা অ্যান্টার্কটিকায়ও সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিজ্ঞানীমহল।
অ্যান্টার্কটিকায় যাতে সংক্রমণ না ছড়ায়, সে জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সেখানে সব ধরনের পর্যটন বন্ধ করা হয়েছিল। এ ছাড়া কর্মীর সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছিল। এরপরও কিভাবে সেখানে সংক্রমণ ছড়াল, তা পরিষ্কার নয়। সূত্র : এএফপি।
বিডি প্রতিদিন/আবু জাফর