১৯ জানুয়ারি, ২০২১ ১০:১০

করোনার ছোবলে একদিনে আরও প্রায় ১০ হাজার প্রাণহানি

অনলাইন ডেস্ক

করোনার ছোবলে একদিনে আরও প্রায় ১০ হাজার প্রাণহানি

করোনাভাইরাসের ছোবলে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার) আরও প্রায় ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি সাড়ে ২০ লাখ ছুঁইছুঁই। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে আরও প্রায় ৫ লাখ। এতে মোট আক্রান্ত ৯ কোটি ৬০ লাখের কাছাকাছি।

এদিন ১৫শ’ মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ৪ লাখ ৯ হাজারে কাছাকাছি। দ্বিতীয় সর্বোচ্চ- সাড়ে ৬শ’র বেশি প্রাণহানি ছিল জার্মানিতে। ৬শ’ মৃত্যুতে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে প্রাণহানি ৯০ হাজার ছুঁয়েছে যুক্তরাজ্যে। দিনে পৌনে ৪শ’ থেকে ৫শ’ মৃত্যু দেখেছে কলম্বিয়া, ইতালি, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল ও রাশিয়া।

ব্রাজিলে এ পর্যন্ত প্রাণহানি দু’লাখ ১০ হাজারের বেশি। দৈনিক মৃত্যু কমলেও ভারতে মৃতের সংখ্যা ১ লাখ সাড়ে ৫২ হাজারের বেশি; মেক্সিকোতে এ সংখ্যা ১ লাখ ৪১ হাজার।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর