বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- সূচকের ওঠানামায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- চুল পড়ে যাওয়া সমস্যার ঘরোয়া সমাধান
- ৫ বছরের চুক্তিতে নতুন ঠিকানায় বায়েনা
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
প্রথমে ধাপে টিকা পাবে রাজশাহীর ৭ লাখ ২০ হাজার মানুষ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

প্রথম ধাপে রাজশাহী বিভাগে টিকা পাবেন ৭ লাখ ২০ হাজার মানুষ। প্রথম ডোজ প্রয়োগের দুই মাস পর প্রত্যেককে দ্বিতীয় ডোজ টিকা প্রয়োগ করা হবে। সোমবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুল আহসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারত থেকে আসা উপহারের টিকা পাচ্ছে না রাজশাহী বিভাগ। তবে অক্সফোর্ডের যে টিকা সরকার কিনছে সেখান থেকে রাজশাহী বিভাগের ৭ লাখ ২০ হাজার মানুষের জন্য টিকা পাওয়া যাচ্ছে। এই টিকা প্রয়োগের জন্য কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। দুটি বুথে টিকা প্রয়োগ শুরু হবে। প্রথম ধাপে রাজশাহী বিভাগের জন্য মোট ৬০ কার্টুন টিকা আসছে। এর মধ্যে রাজশাহী জেলার জন্য বরাদ্দ ১৫ কার্টুন। বিভাগীয় শহর হিসেবে রাজশাহীতে আসবে আরও অতিরিক্ত চার কার্টুন।
প্রতিটি কার্টুনে মোট ১ হাজার ২০০ ভায়াল টিকা থাকবে। একটি ভায়ালে ১০ জন ব্যক্তিকে টিকা দেওয়া সম্ভব। ফলে রাজশাহী বিভাগের মোট ৬০ কার্টুনে ৭ লাখ ২০ হাজার মানুষকে টিকা দেওয়া সম্ভব। রাজশাহী জেলার ১৯ কার্টুনে ২ লাখ ২৮ হাজার মানুষকে টিকা প্রয়োগ করা হবে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, রাজশাহীতেই তারা চারটি টিকা প্রয়োগ কেন্দ্র প্রস্তুত করেছেন। এগুলো হলো, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল, সিটি করপোরেশনের নগর ভবন, রাজশাহী পুলিশ লাইন্স হাসপাতাল এবং রাজশাহী সেনানিবাস হাসপাতাল।
এর মধ্যে প্রথমে শুধু রামেক হাসপাতাল কেন্দ্র চালু করা হবে। সেখানে আছে দুটি বুথ। টিকা রাজশাহী আসার পর কেন্দ্রটি উদ্বোধন করা হবে। রামেক হাসপাতালে দুইজন নার্স টিকা প্রয়োগ করবেন। সোমবার সুরক্ষা অ্যাপসের উদ্বোধন হচ্ছে। যারা অগ্রাধিকার ভিত্তিতে টিকা পাবেন তাদের নাম এই অ্যাপসে নিবন্ধন করা থাকবে। পর্যায়ক্রমে তাদের ডেকে টিকা দেওয়া হবে।
এই বিভাগের আরও খবর