২৮ জানুয়ারি, ২০২১ ১৩:৪৮

মিয়ানমারে করোনার টিকাদান শুরু

অনলাইন ডেস্ক

মিয়ানমারে করোনার টিকাদান শুরু

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ ভ্যাকসিন দিয়ে গতকাল বুধবার টিকাদান কর্মসূচি শুরু করেছে মিয়ানমার। দেশটিতে প্রথমে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী মেডিকেল কর্মীরা করোনাভাইরাসের প্রতিষেধক পাচ্ছে।

গত সপ্তাহে মিয়ানমার ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১৫ লাখ ডোজ টিকা উপহার পেয়েছে।

দেশটিতে সরকারি হিসাবে এখন দৈনিক কোভিড-১৯ রোগীর সংখ্যা কমতে দেখা গেলেও বিশেষজ্ঞরা বলছেন, তুলনামূলক কম শনাক্তকরণ পরীক্ষার কারণে সংক্রমণের পুরো চিত্রটা স্পষ্ট হচ্ছে না।

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর