শিরোনাম
২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৪:২৯

করোনা টিকার অগ্রাধিকার তালিকায় শিক্ষপ্রতিষ্ঠানের কর্মকর্তারা

অনলাইন ডেস্ক

করোনা টিকার অগ্রাধিকার তালিকায় শিক্ষপ্রতিষ্ঠানের কর্মকর্তারা

প্রতীকী ছবি

এবার করোনার টিকা পেতে অগ্রাধিকার তালিকায় যুক্ত হলো শিক্ষা প্রতিষ্ঠান। জানা গেছে, অনলাইনে গিয়ে টিকা পেতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা নিবন্ধন কতে পারবেন। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ১০ লাখ মানুষকে টিকা দিতে চায় স্বাস্থ্য বিভাগ। 

গতকাল বুধবার থেকেই সুরক্ষার ওয়েবসাইটে শুরু হয়েছে শিক্ষকদের নিবন্ধন। বলা হয়েছে, নিবন্ধনের পর নির্দিষ্ট টিকাকেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন তারা। সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবিতে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করেন। এর প্রেক্ষিতে সরকারের দেয়া ঘোষণার পরই এই সিদ্ধান্ত নেয়া হলো।

বিডি-প্রতিদিন/শফিক

সর্বশেষ খবর