শিরোনাম
৭ মার্চ, ২০২১ ১০:১৮

ইসরাইলে করোনা টিকার কনসার্ট আয়োজন

অনলাইন ডেস্ক

ইসরাইলে করোনা টিকার কনসার্ট আয়োজন

সংগৃহীত ছবি

সম্প্রতি ইসরাইলে তেলআবিব বাসিন্দাদের টিকা দিতে কনসার্টের আয়োজন করা হয়। ৩০ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন ব্লুমফিল্ড স্টেডিয়ামে ইসরাইলি পপ তারকা ইভরি লাইডারের কনসার্টে ৫০০ মাস্ক পরিহিত ভক্তকে টিকা দেওয়া হয়েছে। 

পৌরসভা আয়োজিত চারটি কনসার্টের এটি প্রথম কনসার্ট। গত শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) টিকা নিতে উৎসাহ দিতে জনপ্রিয় এ তারকা কনসার্টের মাঠে পৌঁছানোর পর রিউত গোফার বলেন, 'অনুষ্ঠানটি সত্যিই মনোমুগ্ধকর। আমি অনেক খুশি। আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরার ক্ষেত্রে এটি প্রথম ধাপ বলে আমি আশা করছি।'

উল্লেখ্য, ইসরাইল করোনাভাইরাস নিষেধাজ্ঞা অনেক শিথিল করেছে। তৃতীয় দফার লকডাউনের পর গত ফেব্রুয়ারি থেকে ইসরাইল করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করা শুরু করে। এরপর থেকেই পর্যায়ক্রমে তারা বিভিন্ন শপিং মল, জিম, সুইমিং পুল, হোটেল ও কিছু সাংস্কৃতিক কেন্দ্র খুলে দেওয়া হয়েছে। 

সূত্র: এএফপি

 


বিডি প্রতিদিন / অন্তরা কবির 

সর্বশেষ খবর