করোনাভাইরাসের ভিন্ন ভিন্ন ধরণ বিশ্বজুড়ে আতঙ্ক বাড়িয়েছে, নতুন করে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তানেও বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে তিন হাজার ৪৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ডিসেম্বরের পর এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড এটি। এই নিয়ে পাকিস্তানে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ছয় লাখ ১৫ হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা ১৩ হাজার ৭১৭ তে পৌঁছেছে।
সংক্রমণের অধিকাংশ ঘটনাই ঘটছে পাকিস্তানের সবচেয়ে বড় ও ধনী রাজ্য পাঞ্জাবে।
পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী আসাদ উমর এক টুইটে জানিয়েছেন, হাসপাতালের বিছানাগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। বিধিনিষেধ মানা না হলে প্রশাসন কঠোর ভূমিকায় নামবে বলে সতর্ক করেছেন তিনি।
দ্রুত সংক্রমণের জন্য করোনার যুক্তরাজ্যের নতুন রূপটিকে দায়ী করে তিনি বলেছেন, ‘নতুন রূপটি দ্রুত বিস্তার ঘটাচ্ছে এবং আরও বেশি প্রাণঘাতি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ