ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ দেশগুলো পুনরায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া শুরু করতে যাচ্ছে। এর আগে টিকা দেওয়ার পর রক্ত জমাট বাধার শঙ্কায় ইউরোপীয় ইউনিয়নের ১৩টি দেশ টিকা দেওয়া বাতিল করেছিল।
সম্প্রতি ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সি (ইএমএ) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা টিকা পরীক্ষা করে দেখেছে। তারা এই টিকার সঙ্গে রক্তে জমাট বাঁধার কোন শঙ্কা পায়নি। তাই জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন সরকার জানিয়েছে, ওইসব দেশে টিকা আবারো দেওয়া শুরু হবে।
অন্যদিকে, অ্যাস্ট্রাজেনেকা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউরোপিয়ান মেডিসিন অ্যাজেন্সিগুলো জোর দিয়ে আগেই বলেছিলো টিকাটি নিরাপদ। রক্ত জমাট বাঁধার সঙ্গে এই টিকা নেওয়ার কোন সম্পর্ক নেই।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন / অন্তরা কবির