করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় কার্যত দিশেহারা ভারতের মহারাষ্ট্র রাজ্য। পরপর দু’দিন রাজ্যে ২৫ হাজারের বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্যানুযায়ী, নতুন করে ২৫ হাজার ৬৮১ জন করোনায় আক্রান্ত হয়েছে। একদিনে সেরাজ্যে করোনার বলি আরও ৭০। চলতি বছরে মহারাষ্ট্রে এটাই দ্বিতীয় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ।
গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে মহারাষ্ট্রে করোনার সংক্রমণের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। হু-হু করে রাজ্যজুড়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা মোকাবিলায় ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জায়গায় কড়া সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে সরকার। জেলাগুলোতে কোথাও সম্পূর্ণ লকডাউন কোথাও বা আংশিক লকডাউন করে সংক্রমণে লাগাম টানার চেষ্টা করছে উদ্ধব ঠাকরের প্রশাসন। তবে এতকিছুতেও করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া এড়ানো যাচ্ছে না।
সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হল, মহারাষ্ট্রে সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, এখনও ১ লাখ ৭৭ হাজার ৫৬০টি করোনা অ্যাক্টিভ কেস রয়েছে। রাজ্য সরকারের দেওয়া তথ্যানুযায়ী একদিনে নতুন করে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে ৩ হাজার ৬৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। পুণেতে একদিনে করোনায় কাবু ২ হাজার ৮৭২ জন। আওরঙ্গবাদে একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৩১৩ জন। একইভাবে নাগপুরে ২ হাজার ৬১৭ জন একদিনে করোনা আক্রান্ত হয়েছেন। সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি প্রতিদিন/কালাম