কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক সভা ও মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে শহরের শহীদ রফিক চত্তরে কর্মসূচির উদ্ধোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ প্রশাসন)-এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক পিপি আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সভা শেষে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত