সিলেটে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে উধাও হয়ে যাওয়া যুক্তরাজ্য প্রবাসী পরিবারের ৯ সদস্য অবশেষে ফিরেছেন। গতকাল রবিবার রাতে হোটেলে ফেরার পর পরিবারের ৬ সদস্যকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবারের এক অসুস্থ সদস্যকে দেখতে তারা জকিগঞ্জ উপজেলার হায়দ্রাবন্দ গ্রামের বাড়িতে গিয়েছিলেন।
জানা যায়, গত ১৮ মার্চ সকাল ১০টায় বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে করে ১৫২ জন যুক্তরাজ্য প্রবাসী সিলেটে আসেন। পরে তাদের ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য নগরীর বিভিন্ন হোটেলে পাঠানো হয়। এর মধ্যে নগরীর আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়ায় ৩৫ জন প্রবাসীকে রাখা হয়।
এদিকে, প্রতিদিনের মতো গতকাল রবিবার সকালে হোটেল কর্তৃপক্ষ রুটিন চেক করার সময় অন্য সকল প্রবাসীকে নিজ নিজ কক্ষে পেলেও একই পরিবারের ৯ প্রবাসীকে খুঁজে পাননি। পরে প্রবাসীদের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তারা গ্রামের বাড়ি সিলেটের জকিগঞ্জে চলে গেছেন বলে জানান। পরিবারের একজন অসুস্থ সদস্যকে দেখে তারা আবারও হোটেলে ফিরবেন বলে হোটেল কর্তৃপক্ষকে জানান।
গতকাল রবিবার রাত ৮টার দিকে প্রবাসী ওই পরিবারের ৯ সদস্য হোটেলে ফিরে আসেন। এরপর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন পরিবারের প্রাপ্ত বয়স্ক ৫ সদস্যকে ৩ হাজার টাকা করে ১৫ হাজার টাকা ও এক সদস্যকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর