নাটোর জেলায় প্রথমবারের মতো করোনা ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রতিদিন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত ৪০ বছরের উর্ধ্বে সকলেই বিনামূল্যে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
সোমবার (২২ মার্চ) বেলা ১১টায় নাটোর পৌরসভা প্রাঙ্গণে ভ্যাকসিনের জন্য ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র উমা চৌধুরী।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং প্যানেল মেয়র আরিফুর রহমান, পৌর সচিব মির্জা সালাহউদ্দীন, নির্বাহী প্রকৌশলী গোলাম মোস্তফাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
পৌর মেয়র উমা চৌধুরী বলেন, দেশে করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।পৌরসভার নাগরিকরা ভ্যাকসিন গ্রহণে আগ্রহী হলেও রেজিস্ট্রেশনকে জটিলতা মনে করছেন। তাদের জন্য আমরা বিনামূল্যে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করলাম। সকলে করোনা ভ্যাকসিন নিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।
বিডি প্রতিদিন/হিমেল