বাংলাদেশে কর্মরত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীরা স্পুতনিক-৫ এর প্রথম ব্যাচের টিকা নিয়েছেন। রাশিয়ান রাষ্ট্রীয় কর্পোরেশন রোসাটমের প্রকৌশল শাখার বৈদেশিক নির্মাণ প্রকল্পে নিযুক্ত কর্মীদের করোনা সংক্রমণ প্রতিরোধে এই টিকা প্রদান শুরু হয়েছে।
টিকা প্রদানের আগের দিন ফেডারেল মেডিকেল ও বায়োলোজিক্যাল এজেন্সির একদল চিকিৎসাকর্মী বাংলাদেশে এসে পৌঁছেছেন। সবমিলিয়ে এক হাজার জনের টিকা রুপপুর পারমাণবিক কেন্দ্রে সরবরাহ করা হয়েছে। প্রথমদিনে জেএসসি এএসই-এর শাখা অফিস এবং অনান্য সহায়ক নির্মাণ কোম্পানির ৮শ’ প্রতিনিধি টিকার জন্য আবেদন করেছেন।
জেএসসি এসই এর ভাইস প্রেসিডেন্ট ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের গুরুত্ব বিবেচনা করে সমগ্র আন্তর্জাতিক প্রকল্পের মধ্যে রোসাটম সর্বপ্রথম রূপপুরের কর্মীদের জন্যে প্রথম কোভিড-১৯ এর টিকার ব্যবস্থা করে। এটি শুধুমাত্র সামাজিক সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত নয় বরং এই প্রকল্প সফলভাবে বাস্তবায়নের মূল চাবিকাঠি।
বিডি-প্রতিদিন/শফিক