মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরও দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি পশ্চিম ভাড়াউড়া গ্রামে ও অপরজনের আমতলী চা বাগানে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় সিলেট ল্যাব থেকে তাদের দু'জনের নমুনা পরীক্ষায় রির্পোট পজেটিভ আসে। গত ২২ মার্চ তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, দ্বিতীয় ধাপে এই চারজনসহ এ উপজেলায় ২৫৪ জন করোনা আক্রান্ত হলেন। এর মধ্য মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ২৪৫ জন। ৪ জন হোম আইসোলেশনে রয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত