করোনা সংক্রামণ প্রতিরোধে জনগণকে মাস্ক পরতে বাধ্য করতে বরিশালে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় ৩০ ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠান থেকে ৫ হাজার ৭শ’ টাকা জরিমানা করা হয়।
পৃথক ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকার জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
সম্প্রতি সময়ে করোনা সংক্রামণের হার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সরকার। এ কারণে জনগণকে মাস্ক পরতে বাধ্য করতে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড, কাকলীর মোড়, হেমায়েত উদ্দিন রোড এবং পোর্ট রোড এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন লোকজন থাকায় একটি প্রতিষ্ঠান ও মাস্কবিহীন ২২ জন ব্যক্তিকে ৩ হাজার ৮শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে জেলা প্রশাসনের অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর রূপাতলী বাস টার্মিনাল ও নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্কবিহীন ৮জন ব্যক্তিকে ১ হাজার ৯শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
পৃথক ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয় মাস্ক না পরার কূফল সম্পর্কে জনগণকে অবহিত করে করোনা সংক্রমণরোধে মাস্ক পরতে উদ্বুদ্ধ করেন এবং বিনামূল্যে জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা এবং আরাফাত হোসেন।
বিডি প্রতিদিন/কালাম