মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবার মুখে খাওয়া যায় এমন নভেল করোনাভাইরাসের এক প্রতিষেধকের প্রথম ধাপের ট্রায়াল শুরু করেছে।
মঙ্গলবার এ তথ্য জানান ফাইজারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মিকাইল ডলস্টেন।
তিনি জানান, প্রতিষেধকটির প্রথম ধাপের ট্রায়াল যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। তবে এ ওষুধ সম্পর্কে বিস্তারিত তথ্য আগামী ৬ এপ্রিল আমেরিকান কেমিকেল সোসাইটির সভায় প্রকাশ করা হবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরীক্ষাগারে গবেষণায় দেখা গেছে এ প্রতিষেধকটি করোনাভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়তে সক্ষম।
বিবৃতিতে ফাইজারের পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধী ওষুধটির নাম পিএফ-০৭৩২১৩৩২। এই ওষুধটি প্রোটেস ইনহেবিটর নামক শ্রেণীর অন্তর্ভুক্ত। এ শ্রেণীর অ্যান্টিভাইরাস ওষুধ এইচআইভি/এইডস, হেপাটাইটিস-সি এর মতো ভাইরাসজনিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। এ শ্রেণীর ওষুধ শরীরের ভাইরাসের প্রতিলিপি তৈরি হতে যে এনজাইমের প্রয়োজন হয় সেই এনজাইমকে বাধা দেয়। ফলে শরীরের ভাইরাসের সংক্রমণ ছড়ায় না।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন