খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা ইউনিটে বুধবার চিকিৎসাধীন দুই রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- ঝিনাইদহ সদরের আরবপুর এলাকার বাসিন্দা আ. হাসেম (৪৫) এবং বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর এলাকার আবু বক্করের স্ত্রী সাহিদা বেগম (৬৫)। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, ঝিনাইদহ সদরের আ. হাসেম গত ২২ মার্চ করোনা আক্রান্ত হয়ে করোনা ইউনিটে ভর্তি হন। বুধবার সকাল সাড়ে ৭ টায় তার মৃত্যু হয়। অপরদিকে বাগেরহাটের সাহিদা বেগম বুধবার সকালে করোনা ইউনিটে ভর্তির পর বেলা সাড়ে ১১টায় মারা যান।
জানা যায়, খুলনা মেডিকেল কলেজের ল্যাবে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। এর মধ্যে খুলনার ১৩ জন, সাতক্ষীরার ৩, বাগেরহাটের ৫ এবং যশোর ও নড়াইলের একজন করে সনাক্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার