মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সোবহান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বুধবার দুপুর ২টার দিকে মানিকগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমীন আখন্দ।
আব্দুস সোবহানের ভাতিজির জামাতা মইনুল হোসেন বলেন, তিনি ২৭ মার্চ স্ত্রীসহ করোনা উপসর্গ নিয়ে সাটুরিয়া হাসপাতালে ভর্তি হন। ২৮ মার্চ করোনা পজিটিভ হলে মানিকগ আড়াইশ শয্যা হাসপাতালে তিনি ভর্তি হন। তার স্ত্রী বর্তমানে সুস্থ্ আছেন। আব্দুস সোবহান সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষকদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ
দিকে গত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ২ হাজার সাত জন রোগী শনাক্ত হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন